নোয়াখালীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সম্মেলনে বক্তারা

লেখক: Admin
প্রকাশ: ১ সপ্তাহ আগে

 

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীতে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের ছাত্র সংগঠন ‘ছাত্র ফোরাম’ এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী ছাত্র ফোরামের পক্ষ থেকে শনিবার (১৫ নভেম্বর) সকালে মাইজদী মেহরান ডাইন রেস্টুরেন্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

“তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা” শীর্ষক এ সম্মেলনে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদ ছাত্র ফোরামের নোয়াখালী জেলা সভাপতি হৃদয় আহমেদ। ছাত্র ফোরামের সদস্য হেবালিল্লাহ বিনতে হাবিবের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় আমির মাহবুব আলম। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মুগিরা বিন মনির।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিপ্লব অর্থ আমূল পরিবর্তন। পুরাতন জরাজীর্ণতা ছুড়ে ফেলে নতুন সূচনার সাহসী পদক্ষেপের নামই বিপ্লব। যুগে যুগে বহু বিপ্লব হয়েছে। আবার সেই বিপ্লব নান ভাবে চুরিও হয়েছে। ছাত্র-তরুনেরা জীবন দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে বিপ্লব করে। আর সেই বিপ্লব চুরি করে সুশীল, রাজনৈতিক নেতা আর পশ্চিমা পরাশক্তি নিজেদের স্বার্থে ব্যবহার করে। বাংলাদেশের ইতিহাসে বারে বার বিপ্লব হয়েছে আর সেই বিপ্লবকে বারে বার স্বার্থান্বেষীরা নিজেদের স্বার্থে ব্যবহার করেছে।

সফল বিপ্লবীর উদাহরণ উল্লেখ করতে গিয়ে তিনি বলেন- রাসুলুল্লাহ সাঃ ১৪০০ বছর পূর্বে এমন এক বিপ্লব করলেন যার ফলে আরবের আইয়্যামে জাহেলিয়াতে নিমজ্জিত মানুষেরা সোনার মানুষে পরিণত হয়ে গেলো। ভুখা-নাঙ্গা আরব জাতি জ্ঞান-বিজ্ঞান আর সভ্যতার চূড়ায় অধিষ্ঠিত হয়েছিলো। আর সেই বিপ্লবের মূল মন্ত্র ছিলে তওহীদ। একআল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য বিপ্লব।

বিপ্লব সফল করার পথ উল্লেখ করে তিনি বলেন- একমাত্র আল্লাহর তওহীদকে প্রতিষ্ঠার জন্য যদি গণবিপ্লব হয় তবেই মানুষের মুক্তি আসবে।সেই বিপ্লবই মানুষকে শান্তি দিতে পারবে। এছাড়া যত বিপ্লব হোক তা মানুষকে মুক্তি দিতে পারবেনা। সমাজে আমূল-পরিবর্তন করে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। যতবার বিপ্লব হবে ততবার স্বার্থান্বেষী মহল তা চুরি করবে, নিজেদের স্বার্থে ব্যবহার করবে।

অনুষ্ঠানে আগত অন্যন্য অতিথিরা বলেন, ‘পৃথিবীতে যত সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তা তারুণ্যের হাত ধরেই হয়েছে। পৃথিবীতে যত মহৎ কর্ম সাধিত হয়েছে, তার প্রতিটির পেছনে অসামান্য অবদান রয়েছে তরুণদের।’

ছাত্র সমাজের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বক্তারা বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় হলো, তারুণ্যের এই শক্তিকে বারবার অপব্যবহার করা হয়েছে। তরুণদের ইস্পাতদৃঢ় মনোবল আর অপরিসীম শক্তিকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করেছে এক শ্রেণির কথিত রাজনৈতিক ও ধর্মীয় নেতারা।

বক্তারা আরো বলেন, ‘আজকের বাংলাদেশে এক সঙ্কটকালীন পরিস্থিতি বিরাজ করছে, মানুষ আজ দ্বিধাগ্রস্ত, বহুধাবিভক্ত। কেউ বলছে নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হবে, কেউ বলছে আগে সংস্কার করতে হবে। বাস্তবে মানুষ কাউকেই বিশ্বাস করতে পারছে না। ব্যবসায়ী সমাজ হতাশাগ্রস্ত, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি খুব একটা সুবিধাজনক নয়। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে আমাদের প্রয়োজন একটি আদর্শ। সেই আদর্শ বহু আগেই এসেছে, আর তা হল তওহীদভিত্তিক জীবনব্যবস্থা। তওহীদের ছায়াতলে ঐক্যবদ্ধ হতে পারলে, প্রকৃত ইসলামের আদর্শকে ধারণ করতে পারলে মানুষ ইহকালে মুক্তি পাবে এবং পরকালে জান্নাত লাভ করবে। এই মুক্তির বার্তা নিয়েই আমরা তরুণদের সামনে হাজির হয়েছি। আমরা হেযবুত তওহীদ, আমাদের তারুণ্যশক্তিকে আর অনর্থক ধ্বংস হবে দেব না, স্বার্থের রাজনীতির বলি হতে দিব না; তরুণরা আর উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বলি হবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদ ছাত্র ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ইকরামা বিন খুরশিদ, চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি নিশাত সাল-সাবিল, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক সাজিদ মাহমুদ, সাহিত্য সম্পাদক সোহানা আফরিন স্বপ্না, ছাত্র ফোরাম কুমিল্লা জেলা সভাপতি রিপন হোসেন, লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক রেদোয়ান হোসেন রিজভী প্রমুখ। সম্মেলনে বৃহত্তর নোয়াখালী সহ ছাত্র ফোরামের কুমিল্লা ও চট্টগ্রামের কয়েকশো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন