মিয়ার হাট বাজারে জামাতের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

লেখক: Admin
প্রকাশ: ২ দিন আগে

রায়পুর (প্রতিনিধি), লক্ষ্মীপুর
দৈনিক লক্ষ্মীপুরের কথা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ার হাট বাজারে বৃহস্পতিবার বাদ মাগরিব এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী গাজী মোহাম্মদ আলমগীর হোসেন শান্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ও ২ নং উত্তর চরবংশী ইউনিয়নের আমীর জি.এম. মুনজির হাসান এমরান। বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন।

বৈঠকে বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন স্থানীয় উন্নয়নের প্রধান শর্ত। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রেখে জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে গাজী মোহাম্মদ আলমগীর হোসেন শান্ত বলেন,“জামায়াত ইসলামের রাজনৈতিক দর্শন হলো দায়িত্বশীল নেতৃত্ব গঠন করা। ক্ষমতা ভোগ নয়—মানুষের অধিকার রক্ষা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন,দরিদ্র জনগণ যেন ঘুষ ও অনিয়মের ভয় ছাড়াই সম্মান নিয়ে চলতে পারে এমন পরিবেশ সৃষ্টি করাই আমাদের মূল উদ্দেশ্য। উন্নয়ন হবে সকল জনগণকে নিয়ে, কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে কেন্দ্র করে নয়।

উঠান বৈঠকে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন,যুব বিভাগের সভাপতি নুর আলম ইউনিয়ন আমীর ও চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার লুৎফুর রহমান তালুকদার

ইউনিয়ন সেক্রেটারি প্রভাষক আবু বকর সিদ্দিক ইউনিয়ন জয়েন্ট সেক্রেটারি গাজী এম এ সিদ্দিক ৪নং ওয়ার্ড সভাপতি ও মেম্বার প্রার্থী রাসেল হোসেন

৩ নং ওয়ার্ড সভাপতি ও মেম্বার প্রার্থী সোহাগ মাহমুদ আরিফ অনুষ্ঠান পরিচালনা করেন ৮ নং ওয়ার্ড সেক্রেটারি রফিকুল ইসলাম। আয়োজক: বাংলাদেশ জামায়াতে ইসলামী, দক্ষিণ চরবংশী ইউনিয়ন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন