
চন্দ্রগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার আওতাধীন ১৪নং মান্দারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।দিবাগত শুক্রবার রাত ২টার দিকে লক্ষ্মীপুর উপজেলার ১৪নং মান্দারী ইউনিয়নের ৯নং ওয়ার্ড গন্তব্যপুর গ্রামের আশিক হুতেগো বাড়ির প্রবাসী নুর আলমের ঘরে এই চুরির ঘটনা ঘটেছে। 
এই চোরের দল নগদ টাকা ও আট আনী স্বর্ণের গলার চেইন নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি টিম।
প্রবাসী নুর আলমের স্ত্রী সুমি আক্তার বলেন,দিবাগত শুক্রবার রাত ২টার দিকে আমি টয়লেটে যায় এই সুবাদে আমার ঘরের ভিতরে প্রবেশ করে আলমারি পিছনে লুকিয়ে থাকে এই চোর। এদিকে আমি টয়লেট থেকে এসে ঘুমিয়ে পড়ি। ঘরে আমি ও আমার ছোট ছোট ছেলে মেয়ে কে নিয়ে ভিতরের রুমে ঘুমায় ছিলাম।আমার শশুর শাশুড়ি তারা তাদের ঘরে থাকে।
ঘুম থেকে উঠে দেখি ওয়ার্ডড্রপ সিন্দুক আলমারি খোলা এবং ঘরের ভিতরে আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। আলমারিতে রাখা ৪ লাখ টাকা ও বাড়ির ৫টি দলিল, আইডি কার্ড, একটি স্মার্ট ফোন, এবং আট আনা ওজনের স্বর্ণের চেইন আমার গলায় নেই।
চন্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজীম নোমান দৈনিক লক্ষ্মীপুরের কথা কে জানান, চুরির ঘটনার সম্পর্কে বিস্তারিত জানিয়ে ভুক্তভোগী চন্দ্রগঞ্জ থানায় হাজির হয়ে ৭ থেকে ৮জন অজ্ঞাত রেখে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে চুরির বিষয়টি তদন্ত করে অজ্ঞাত নামায় আসামীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
