
ইমানুজ্জামান বাশার
রামগতি স্টাফঃ রিপোর্টার লক্ষ্মীপুরের রামগতিতে ৫ হাজার ক্ষুদ্র-প্রান্তিকসহ বিভিন্ন পর্যায়ের কৃষকের মাঝে বিনামূল্যের সরকারী সার ও বীজ বিতরণ করা হয়েছে ।গত বছরের তুলনায় অত্যন্ত সচ্ছ কৃষকরা তাদের কাঙ্খিত প্রণোদনা পেয়ে খুশি কৃষক। মঙ্গলবার উপজেলা কৃষি অফিস মিলনায়তনে কৃষি সার ও বিজ প্রণোদনা বিতরণ কালে উদ্বোধনে এইসব কথা বলেন বক্ততারা। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সামিউল হক,সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম মানিক ও রামগতি সেনা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট জুবায়ের সহ প্রমুখ। সার অফিস বিতরণ উদ্বোধন কালে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর মধ্যে ৭০ জন গম, ২৫০ জন সরিষা, ২৫ জন সূর্যমুখী উপসী, ১২০ জন সূর্যমুখী হাইব্রিড, ৫৫০ জন চিনা বাদাম, ২৮০০ জন সয়াবিন, ২০০ জন মুগ, ১০০ মশুর ও ৫০ জন ফেলনের আওতায় এসেছে। শীতকালিনসহ বিভিন্ন পর্যায়ে উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট বিভাগ গুরুত্ব দিয়ে কৃষককে বিভিন্ন প্যাকেজ করে দেন। চিনা বাদাম, ফেলন ও মশুর প্রতি বিঘাতে নির্ধারিত বীজের বিপরীতে ১০ কেজি ড্যাপ ও ৫ কেজি এমওপি সার দেন। ধানের ক্ষেত্রে প্রতি বিঘা জমির জন্য ৫ কেজি উপসী ধান আবাদে ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়। এছাড়া এক বিঘা জমির জন্য গম বীজ ২০ কেজি, সরিষা-১ কেজি, সূর্য-১ কেজি, সূর্য উপসী- ১ কেজি, চিনা বাদাম ১০ কেজি , সয়াবিন- ৮ কেজি , মশুর- ৭ কেজি ও ফেলন- ৭ কেজি দেয়া হয়।গম, সরিষা, সূর্য ও সয়াবিনের জন্য নির্ধারিত পরিমাণ সার দেয়া হয় বলে জানান কর্মকর্তা মজিবুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন,চরগাজী ইউনিয়নের আবুল , আবদুল হাশেম ও জামালসহ অসংখ্য কৃষক আনন্দে প্রকাশ করে বলেন, কৃষি অফিস আমাদেরকে অত্যন্ত সুন্দর ভাবে আমাদের বরাদ্ধ প্রদান করেছে।আলহামদুলিল্লাহ, আমরা এতে খুশি, তবে গত বছরের তুলনায় এ বছর প্রণোদনা পেতে কোনো হয়রানি শিকার হতে হয়নি বলে জানান কৃষক গণ।
