
কমলনগর সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর -৪ (রামগতি-কমলনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য প্রার্থী এআর হাফিজ উল্যাহর সমর্থনে (আজ) শনিবার এক বিশাল মটর সাইকেল শোভাযাত্রা বের করে নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে আটটায় কমলনগরের তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠ থেকে প্রায় দুই সহ¯্রাধিক মোটর সাইকেল নিয়ে প্রার্থী এআর হাফিজ উল্যার নেতৃত্বে জামায়াতে ইসলামী ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের বহর প্রধান সড়কের চরলরেঞ্চ, হাজিরহাট, করুনানগর ও রামগতি উপজেলার জমিদারহাট, পৌর আলেকজান্ডার, রামদয়াল, বিবিরহাট হয়ে রামগতিরহাট গিয়ে আহমদিয়া কলেজ মাঠে গিয়ে মিলিত হয়। শোডাউন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী ফারুক হোসোইন নুরনবী, লক্ষ্মীপুর আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াত নেতা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, অধ্যাপক মিজানুর রহমান, মাস্টার জামাল উদ্দিন, কমলনগর উপজেলা জামায়াত আমীর মাওলানা আবুল খায়ের, সেক্রেটারী মোঃ আকরাম হোসেন, রামগতি উপজেলা আমীর মাওলানা আবদুর রহিম, উপাধ্যক্ষ শামসুল হুদা, সাবেক ছাত্র নেতা মোঃ নুরুল আলম, আবদুস সাত্তার সুমন, আলাউদ্দিন সহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন শাখা ও ইউনিটের নেতাকর্মীগণ।
