আশরাফ উদ্দিন নিজানকে মনোনয়ন না দেওয়ায় তৃণমূল বিএনপির ক্ষোভ প্রকাশ

লেখক: Admin
প্রকাশ: ১ সপ্তাহ আগে

 

কামরুল ইসলাম
কমলনগর প্রতিনিধি

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপির মনোনীত সাবেক দুইবারের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে মনোনয়ন না দেওয়ায় রামগতি-কমলনগরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।আশরাফ উদ্দিন নিজান সাবেক সংসদ সদস্য ছাড়াও কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহ-সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

গত ৩ নভেম্বর, সোমবার বিকেলে ঢাকার গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিকভাবে ধানের শীষ প্রতীকে মনোনীত ২৩৭ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ওই তালিকায় সাবেক সাংসদ আশরাফ উদ্দিন নিজানের নাম না থাকায় এ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে দুশ্চিন্তার ছায়া নেমে আসে।

গত ২৪ আগস্টের পর থেকে এ আসনের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে উঠান বৈঠকসহ নানা সভা-সেমিনারের মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করে আসছেন নিজান।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, “আমরা এবিএম আশরাফ উদ্দিন নিজান সাহেবের নেতৃত্বে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করেছি। সে আন্দোলনে অংশ নিয়ে রামগতি-কমলনগরের হাজারো বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সকল মামলার খরচ নিজান সাহেব বহন করেছেন। অথচ আজ যিনি নিজেকে জোটের প্রার্থী হিসেবে প্রচার করছেন, ২০১৮ সালের নির্বাচনের পর থেকে রামগতি-কমলনগরের মানুষ তার ছায়াও দেখেনি।”
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজু জানান যারা বিগত দিনে জোটের নামে রামগতি-কমলনগরের মানুষের সঙ্গে তামাশা করেছে, তাদের এবার মাঠ থেকে শূন্য হাতে ফিরতে হবে। তাই দলের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ—লক্ষ্মীপুর-৪ আসনে দলের একক প্রার্থী হিসেবে এবিএম আশরাফ উদ্দিন নিজানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হোক।”

দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে ও আগাম নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়ে এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, “গত দুই বছর ধরে জাতীয় নির্বাচনকে ঘিরে রামগতি-কমলনগরে ৪২ হাজার নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে মাঠে কাজ করছি। পরিবার-পরিজন ছেড়ে গত ১৪ মাসে ১৬২ ওয়ার্ডে মহিলা সভা করেছি। নির্বাচনী প্রচারে পাড়া-মহল্লা, গ্রামের চায়ের দোকান ও হাট-বাজারে মানুষের সঙ্গে গণসংযোগ করছি। আমি এখনো আশাবাদী—দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করবেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন